|

তানোরে সরকারি অর্থ লোপাটে অভিনব কৌশল !

প্রকাশিতঃ ৬:২৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১২, ২০১৮

আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কতিপয় কর্মকর্তা প্রকল্পের তথ্য গোপন করে সরকারি অর্থ লোপাটে অভিনব কৌশল নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একটি প্রকল্পের বিপরীতে সরকারি অর্থ বরাদ্দ দেখানো হলেও বিভিন্ন ইউপির কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে মাটি কাটানোর কাজ করানো হলেও কোনো অর্থ দেয়া হয়নি। ফলে প্রকল্পের পুরো টাকায় কর্মকর্তাদের পকেটে যাচ্ছে। আর শ্রমিকের টাকা তছরুপের খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, তানোরে চলতি অর্থবছরে উপজেলা পরিষদ চত্ত্বরের অবস্থিত পুকুরের চারদিকে দেয়া প্রটেকশান ওয়ালের মাটি ভরাট ও সৌন্দর্য্য বর্ধনের জন্য একটি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য প্রকল্পের বিপরীতে প্রায় ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ প্রকল্পের সমন্বয়কারি ও পিআইও অফিসের সহকারী প্রকৌশলী এনামূল হক বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের ভয়ভীতি দেখিয়ে তাদের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের নিয়ে এসে তাদের দিয়ে মাটি সংগ্রহ ও প্রকল্পে মাটি ভরাটের কাজ করাচ্ছেন। তবে এজন্য শ্রমিকদের কোনো অর্থ দেয়া হয়নি।

এখন প্রশ্ন হচ্ছে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের দিয়ে দিয়ে যদি উপজেলা পরিষদের পুকুরের কাজ করানো হয়,তাহলে পুকুরের কাজের জন্য আলাদা প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দ করা হয়েছে কার স্বার্থে।

গতকাল রোববার সরেজমিন দেখা গেছে, পাঁচন্দর ইউপির কচুয়া কর্মসূচী প্রকল্প থেকে ১৮ জন, যশপুর-চিমনা প্রকল্প থেকে ৩০ জন ও কুন্দাইন প্রকল্প থেকে ২৭ জন শ্রমিক দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে কাজ করানো হচ্ছে। তানোরে এসব শ্রমিকের যাতায়াত ও খাবারে মাথাপিছু ১৫০ টাকা করে খরচ হলেও তাদের পকেট থেকে করতে হচ্ছে।

এ সময় শ্রমিক সর্দার মিলন জানান, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী এনামুল স্যারের নির্দেশে তারা এখানে কাজ করতে এসেছেন তবে এজন্য তাদের কোনো টাকা দেয়া হচ্ছে না। তিনি বলেন, এখানে কাজ করতে না আসলে শ্রমিকের তালিকা থেকে নাম কেটে দেয়া হবে বলে তারা বাধ্য হয়ে কাজ করছেন, এছাড়াও প্রতিটি ইউপি থেকে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের এনে বিনা টাকায় কাজ করানো হচ্ছে। উপজেলা পরিষদের পুকুর পাড়ে মাটি ভরাট ও সৌন্দর্য্য বর্ধন প্রকল্পের সভাপতির নাম, ব্যয় ইত্যাদি বিষয়ে কোনো সুনিদ্রিষ্ট তথ্য গণমাধ্যম কর্মীদের জানাতে অপারগতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে গণমাধ্যম কর্মীদের কাছে তথ্য গোপণের বিষয়টি জানাজানি হলে প্রকল্পের অর্থ লোপাটের বিষয়ে জনমনে নানা শংসয় ও সন্দেহের সৃষ্টি করেছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সহকারী প্রকৌশলী এনামুল হক জানান, কর্তৃপক্ষের অনুমতি ক্রমে নিয়ে আসা হয়েছে। আপনি কর্মসূচির শ্রমিক দিয়ে কাজ করিয়ে নিতে পারেন কিনা জানতে চাইলে তিনি জানান অবশ্যই করা যায়।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) হাসানুজ্জামান ফৌজদার বলেন, এবিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। তিনি বলেন, আপনারা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলীর ব্যক্তিগত মুঠোফান একাধিকার কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেখা হয়েছে: 396
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪