|

আগৈলঝাড়ায় ঘাতক পুত্রকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল : তদন্তকারী কর্মকর্তা পুরস্কৃত

প্রকাশিতঃ ৪:৫১ পূর্বাহ্ন | মার্চ ০৭, ২০১৮

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যার চাঞ্চ্যলকর মামলায় পাঁচমাস পরে ঘাতক পুত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। জেলা পুুলিশের কল্যাণ সভায় পুরস্কৃত করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারেফ হোসেন জানান, মামলায় ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ, হত্যায় ব্যবহৃত প্রায় দুই ফুট লম্বা বগি দা জব্দ, রিমান্ড ছাড়া আসামীর ১৬১ ও ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণ করে দীর্ঘ তদন্ত শেষে গ্রেফতারকৃত ঘাতক পুত্র রেজাউল (২৮) এর বিরুদ্ধে ৩০২ ধারায় গত ২৭ ফেব্র“য়ারী বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যার সিএস নং- ১৭।

অভিযোগপত্রের বরাত দিয়ে এসআই মোশারেফ আরও বলেন, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সাত্তার মোল্লা (৫০) এর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ছেলেদের কথায় দ্বিতীয় বিয়ে করেন। প্রতিদিনের মত ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে দ্বিতীয় স্ত্রী রুমা বেগম ও নয় মাসের শিশু সন্তান রুমানকে নিয়ে ঘুমিয়ে পরেন তারা।

একই ঘরের বারান্দায় শুয়ে থাকা প্রথম পক্ষের মেঝ ছেলে টাওয়ার শ্রমিক রেজাউল (২৮) রাত দশটার দিকে তার পিতা সাত্তারকে জরুরী কথা আছে বলে ঘুম থেকে ডেকে ঘরের বাইরে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বগি দা দিয়ে বাবা সাত্তারের মুখে, ঘাড়ে, কপালে, থুতুনী, পায়ে ও পেটে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় আহত সাত্তারের ডাকচিৎকারে স্ত্রী রুমা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে হত্যা করতে উদ্যত হয় ঘাতক পুত্র। তাৎক্ষণিক প্রতিবেশীরা এগিয়ে এসে সাত্তারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাত্তারকে মৃত ঘোষণা করেণ।

খবর পেয়ে এসআই মোশারেফ হোসেন ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘাতক পুত্র রেজাউলকে গ্রেফতার করে হত্যায় ব্যবহৃত বগি দা উদ্ধার করেন তিনি। ওই ঘটনায় নিহত সাত্তারের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে একমাত্র ঘাতক রেজাউলের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, নং- ৮ (১৮-০৯-১৭)। পরদিন (১৯-০৯-১৭) বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. গোলাম ফারুকের কাছে ঘাতক রেজাউল ১৬৪ ধারায় পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারের পর থেকে ঘাতক পুত্র রেজাউল জেলহাজতে রয়েছে। মামলায় দ্রুত অগ্রগতির কারণে জেলা পুুলিশের কল্যাণ সভায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারেফ হোসেনকে ৫হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম।

দেখা হয়েছে: 377
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪