|

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

প্রকাশিতঃ ৭:০৭ অপরাহ্ন | জানুয়ারী ৩১, ২০১৮

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারের আমবাড়ী গ্রামে ভালবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখীয়ে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী মাঝাপাড়া গ্রামে।

জানা যায়, ওই গ্রামের দিনমুজুরের কন্যা আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীর ছাত্রী নিপ্পন আক্তার(ছদ্মনাম) (১৩) এর সাথে একই ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী মঞ্জু পাড়া গ্রামের মকবুল হোসেনের লম্পট ছেলে মির্জাগঞ্জ কলেজের ২য় বর্ষের ছাত্র রুবেল ইসলাম (১৮) কখনও হৃদয়, সাগর, সুয়েল, নয়ন নামে নিজের পরিচয় দিয়ে প্রায় দিনই মেয়েটিকে স্কুল যাওয়ার আসার পথে প্রেমের প্রস্তাব দিত।

এ নিয়ে কয়েক মাস পূর্বে মেয়েটির পরিবারের লোকজন ছেলেটির বাড়ীতে অভিযোগ করেন। এতে করে সে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে। গত ২২শে জানুয়ারী বিয়ের প্রলোভন দিয়ে রাত ৮টায় মেয়েটিকে নিয়ে উধাও হয় রুবেল। রাতের অন্ধকারে বাড়ীর পিছনে খোলা মাঠে ও বাঁশ ঝাড়ে অবস্থান করে ওই দিনই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে মেয়েটিকে একাধিক বার ধর্ষন করেন ধর্ষক রুবেল।

রাত ১২ টায় কৌশলে করে বাড়ী থেকে টাকা ও কাপড় আনবার কথা বলে মেয়েটির বাড়ীর পাশে রেখে রুবেল পালিয়ে যায়। পরে নিরুপায় হয়ে মেয়েটি অশ্রুভেজা চোখে বাড়ী ফিরতে বাধ্য হয়।

এলাকাবাসী জানায়, ছেলেটি একাধিক সিম কার্ড ব্যবহার করে এবং সহজ সরল মেয়েদের বিভিন্ন নামে পরিচয় দিয়ে প্রেমের নাটক করে তাদের সাথে প্রতারণা করায় এলাকার মানুষ তার নাম দিয়েছে বিশ্ব প্রেমিক।

এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে গত ২৩শে জানুয়ারী ডোমার থানায় নাঃশিঃনিঃ আইনে ৯/১ ধারা মোতাবেক মামলা দায়ের করেন। (মামলা নং- ১২)। বর্তমানে পলাতক রয়েছে রুবেল। ধর্ষক রুবেলের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান মেয়েটির পরিবার।

দেখা হয়েছে: 412
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪