|

যুবলীগ সভাপতির বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

প্রকাশিতঃ ৩:০৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৫, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলে ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বিপ্লবের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তালা ভেঙ্গে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও তার লোকজন ঘরে প্রবেশ করে ৫৩ হাজার টাকা, দু’টি সোনার আংটি, একটি চেইন, কানের দুল ও মোটরসাইকেলে কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বিপ্লবের স্ত্রী মিতু বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও লোকজন গত রোববার (১১ ফেব্রুয়ারি) আমার স্বামীকে বাড়িতে অর্তকিত ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে (বিপ্লব) গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে বাড়িতে প্রবেশ করে গিয়াস তালুকদার ও তার লোকজন পিস্তল ঠেকিয়ে আমাদের ঘরে লুটপাট চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

মিতু বেগম আরো বলেন, লুটপাটের সময় বাঁধা দিতে গেলে গিয়াস তালুকদার ও লোকজন আমার আড়াই মাসের শিশু সন্তানের ওপর পিস্তল ঠেকিয়ে হত্যা করতে যায়। আত্মচিৎকার দিলে তারা লুটপাট করে পালিয়ে যায়।

এ ব্যাপারে গিয়াস তালুকদারের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ভাই কামাল তালুকদার বলেন, এসব অভিযোগ বনোয়াট। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় বুধবার (১৪-ফব্রুয়ারি) সকালে নড়াইলের নড়াগাতি থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম,আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যুবলীগ সভাপতির বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

দেখা হয়েছে: 468
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪