|

ছাদধসে হতাহতের ঘটনায় গফরগাঁও থানায় মামলা

প্রকাশিতঃ ৯:১৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শহরে নির্মানাধীন জেলা পরিষদের অডিটরিয়াম ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারী ) দুপুরে নিহতের স্ত্রী বেদেনা আক্তার বাদি হয়ে গফরগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু: রায়হানুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে থানা পুলিশ জানায়, মামলার এজাহারে কারো নাম উল্লেখ না করে “রতন এন্টারপ্রাইজ” নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও শহরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত ও সাতজন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসাপাতালে ভর্তি করেন।

ছাদধসে হতাহতের ঘটনায় গফরগাঁও থানায় মামলা

এ ঘটনায় নিহত হন নেত্রকোনা জেলার দুর্গাপুরে ভেন্ডাকান্দা গ্রামের শ্রমিক জাহান (২৩)। আহত হন একই গ্রামের আনোয়ার হোসেন (২২) আলমগীর (০০) নজরুল (৩১) আব্দুল হামিদ (২০)। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিপুল (১৮) আজাহার (১৭) ধোবাববউরার আজাহারুলও (১৯) আহত হন।

আরও জানা যায়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার প্রধান সড়কের পাশে ছাদ ধালাইয়ের কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ করে ছাদ ধসে পরে শ্রমিকরা নীচে চাপা পরে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থানা সংলগ্ন হওয়া পুলিশ দ্রুত হতহতদের উদ্ভার করে হাসপাতালে পাঠায়। উদ্ভার কাজ যোগ দেয় দমকল বিভাগের কর্মীরাও।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানান, গফরগাঁও থানার বাউন্ডারি দেয়ালের সাথেই জেলা পরিষদের অডিটরিয়াম নির্মাণের কাজ চলছে। আজ সকালে সাড়ে দশটার দিকে প্রধান সড়কের পাশে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ করে ছাদধসে শ্রমিকরা নীচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

রায়হানুল আরও জানান, দুর্বল সাটারিংয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে। ছাদের নীচে মাটিতে বালির ওপর ইট দিয়ে সাটারিং করা হয়েছিল । ফলে ছাদে লোড বেড়ে যাওয়ায় সাটারিং এর বাঁশের নীচ থেকে ইট বালি সরে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

দেখা হয়েছে: 399
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪