|

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গেজেট নিয়ে বঙ্গভবনে সিইসি

প্রকাশিতঃ ৭:০১ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

অনলাইন বার্তাঃ

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ। বুধবার দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন।

আগামী ২৩শে এপ্রিল শপথ হতে পারে বলে জানিয়েছেন সিইসি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের নির্বাচিত হওয়ার গেজেট বুধবার বিকালেই প্রকাশিত হয়। সন্ধ্যায় গেজেট নিয়ে সিইসি’র নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ। এর আগে প্রথমবারে ২০১৩ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।

দেখা হয়েছে: 568
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪