|

গৌরীপুরে নারী প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় সভাপতির নামে থানায় অভিযোগ

প্রকাশিতঃ ৫:৪২ অপরাহ্ন | মার্চ ০১, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী প্রধান শিক্ষকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে। এ নিয়ে গৌরীপুর থানায় ওই সভাপতি ও তাঁর ছেলেকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত প্রধান শিক্ষক।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার চরশ্রীরামপুর আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.মাহবুবা আক্তার(৩২)। বুধবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি মো. আবু সাঈদ (৫২) বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে যান।

প্রধান শিক্ষক মাহবুবা জানান, এ সময় তিনি (সভাপতি) বিদ্যালয়ের জন্য বরাদ্ধ প্লেনের ৫০ হাজার টাকার শ্লীপটি দিতে বলেন। এক পর্যায়ে শ্লীপে স্বাক্ষরের পর সাকূল্য টাকা উত্তোলন করে তাঁকে দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু তিনি (প্রধান শিক্ষক) কাজ না করে এই টাকা দেওযা যাবে না বলতেই সভাপতি উত্তেজিত হয়ে উঠেন এবং গালাগালির এক পর্যায়ে কাছে গিয়ে হঠাৎ চর-থাপ্প্রসহ কিলঘুষি দিতে থাকেন।

এমন সময় অন্য শিক্ষকরা প্রতিহত করতে গেলে তাঁদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দেন। পরে তিনিও আত্মরক্ষার্থে বের হয়ে যেতে চাইলে সভাপতির ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা বাবু মিয়া (২৫) তেড়ে এসে আরো প্রধান শিক্ষককে কিলঘুষি দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

এ সময় আর্ত চিৎকার করলে তাঁরা দ্রুত বিদ্যালয় ত্যাগ করেন। প্রধান শিক্ষক আরও অভিযোগ করে বলেন, ইতিপূর্বেও সভাপতি বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের জন্য বরাদ্ধের ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। ওই সময় প্রতিবাদ করলে তিনি অকথ্য ভাষায় গালাগাল করে চুলের মুঠি ধরে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকী দিয়েছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত আবু সাঈদের মোবাইল ফোনে কথা বলতে চাইলে তাঁর ছেলে বাবু ফোনটি ধরেন। তিনি বলেন, বাবা অসুস্থ্য,কি বলতে হবে আমাকে বলেন। এ পর্যায়ে তাঁর কাছে জানতে চাওয়া হয় প্রধান শিক্ষককে চর-থাপ্প্র মারার ঘটনা।

বাবু বলেন, ওই প্রধান শিক্ষক আওয়ামীলীগ বিরোধী। বিদ্যালয়ে টানানো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন। এই ঘটনা জানতেই তিনি উত্তেজিত হয়েছিলেন। পরে তাঁর বাবার সাথে কথাকটাকাটি হয়েছে। চর-থাপ্পরের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামান (ওসি তদন্ত) লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 407
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪