|

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা

প্রকাশিতঃ ১২:২৯ অপরাহ্ন | মার্চ ০২, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে মাদ্রাসা ছাত্রীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুর্গাপুর থানার ওসি মামলা গ্রহণ না করায় গত মঙ্গলবার রাজশাহীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল- ২ এ মামলাটি দায়ের করা হয়। ভিকটিম ছাত্রী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ছাত্রী উপজেলার ঝালুকা গাওসুল আযম দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে একই গ্রামের জাবেদ আলীর পুত্র হাফিজুল ইসলাম (২২) ভিকটিমকে উত্যক্ত করতো। ভিকটিম বিভিন্ন সময় প্রতিবাদ করলেও তাকে দেখে নেয়ার হুমকী দেয়া হতো।

সর্বশেষ ঘটনার দিন গত ১৪ জানুয়ারী রাত অনুমান ১১টার দিকে রাতের খাবার শেষে বাবা মা ঘুমিয়ে পড়লে ভিকটিম ছাত্রী পাশের ঘরে পড়তে বসে। এই সুযোগে অভিযুক্ত হাফিজুল ইসলাম ভিকটিমের ঘরে ঢুকে পিছন দিক থেকে মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে ভিকটিম ছাত্রী অভিযুক্ত হাফিজুলের হাতে কামড় দিলে ভিকটিমের মুখ ছেড়ে দেয়। পরে ভিকটিমের চিৎকারে তার বাবা মা সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত হাফিজুলকে ধরে ফেলে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলেও দুর্গাপুর থানার ওসি মামলা গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেন ভিকটিমের পরিবারকে। থানা থেকে বাড়ি গিয়ে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানকে জানান তারা।

এ নিয়ে গত ৩১ জানুয়ারী ঝালুকা প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম্য সালিশ ডাকা হলেও সালিশে হাজির হননি অভিযুক্ত হাফিজুল ও তার পরিবারের লোকজন। পরবর্তিতে এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দাবি করা হলেও বিচারের নামে কালক্ষেপন করতে থাকেন ইউপি চেয়ারম্যান।

ভিকটিম এজাহারে উল্লেখ করেছেন, বর্তমানে অভিযুক্তের বিচার না হওয়ায় তাদের হুমকী ধামকীতে ও লোক লজ্বার ভয়ে মাদ্রাসায় যেতে পারছেন না। এদিকে, গত মঙ্গলবার রাজশাহীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল- ২ এ অভিযুক্ত হাফিজুল ইসলাম সহ মোট ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। ভিকটিম ছাত্রী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ভিকটিমের আইনজীবী এ্যাড. স্বনির্মল সরকার পান্না মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে দুর্গাপুর থানার ওসিকে এজাহার হিসেবে রুজ্বু করার নির্দেশ দিয়েছেন।

দেখা হয়েছে: 401
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪