|

গৌরীপুরে প্রধানমন্ত্রীর কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধনীর প্রদর্শন

প্রকাশিতঃ ৬:৫১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তিতে কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

সারাদেশের ন্যায় ময়মনসিংহ গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের কার্যালয়ে সরাসরি এ উদ্বোধনী প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. সাদিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাত এ হুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ প্রমুখ।

এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলামসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষি বাতানের মাধ্যমে একজন কৃষক মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মীর সাথে সারাক্ষণ যোগাযোগ ও পরার্মশ করতে পারবেন।

কৃষি গবেষণার সাথে মাঠ পর্যায়ের সংযোজন, সংশোধন ও কৃষি তথ্য ভিত্তিক জ্ঞানভান্ডার গড়ে তোলা হবে। কৃষক বন্ধু ফোন সেবার মাধ্যমে একজন কৃষক ৩৩৩১ এ ফোন করে নিকটস্থ উপ-সহকারী কৃষিকর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার সাথে সয়ংক্রীয় ভাবে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন।

দেখা হয়েছে: 485
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪