|

শিক্ষিত মা সন্তানের প্রথম শিক্ষক—এমপি আফিল উদ্দিন

প্রকাশিতঃ ১১:২৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা ১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন বলেছেন, একটি শিক্ষিত মা পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে। পরিবারের শিক্ষিত মা সন্তানের প্রথম শিক্ষক। নিজ সন্তানকে কিভাবে শিক্ষিত করে তুলতে হয় তা নির্ধারণ করেন মা।

মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক বুধবার সকাল ১১টায় উপজেলার পাকশিয়া আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, পাকশিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাএ হাসিব আহমেদ, আইডিয়াল কলেজ একাদশ শ্রেণীর ছাত্রী সোহেলী আক্তার বৈশাখী, সম্মিলনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মরিয়ম শোভা প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।

জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সর্দার, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি গাজিউর রহমান, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, যুগ্ম সাধারণ সাইদুর রহমান, সাংগঠনিক আব্দুল জলিল, যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।

এ সময় আইডিয়াল কলেজের সকল শিক্ষক -শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।এর আগে আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সম্মিলিত বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন করেন।

দেখা হয়েছে: 463
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪