|

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অনুষদের কমিটি গঠন

প্রকাশিতঃ ৮:৫৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১২, ২০১৮

আবু রাইহান, ত্রিশালঃ

ময়মনসিংহের ত্রিশালে অবস্তিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ৩১ডিসেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ২রা জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের বার্ষিক সন্মেলন আয়োজন করা হয়। তার দীর্ঘ একমাস পর এই কমিটি ঘোষণা করা হল।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোঃ ইলিয়াছ আহমেদকে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের জয় সরকারকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতিঃ মোঃ ইবনুল হায়দার তালুকদার, আল-আমিন সজীব, মোঃ রায়হান সাজ্জাদ, হৃদয় শাহরিয়ার, সাদ্দাম হোসেন, হাসরাত আহমেদ।যুগ্ন-সাধারণ সম্পাদকঃ এনামুল হক তপু, অরুপ দে, রাউফুল রহমান খান, সাব্বির আহমেদ শিশির, মোঃ সাব্বির আহমেদ,মোঃ আব্দুল্লাহ আল সাইফ। সাংগঠনিক সম্পাদকঃ শাকিবুল হাসান নয়ন,মোরাজ আল-আমিন খান, মোঃ সোহানুর রহমান, মোঃ রুবেল ফকির। দপ্তর সম্পাদকঃ নূর মোঃ সাদেক। প্রচার সম্পাদকঃ মোঃ নিজাম উদ্দীন কনক।

সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের ইমরুল কায়েস (কোয়েল) সভাপতি এবং অর্থনীতি বিভাগের সাব্বির আহমেদকে সাধারণ সম্পদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতিঃ মিরাজ মেহেহী, ইশতিয়াক আহমেদ, আসনান খান সবুজ, মেহেদী হাসাব, আব্দুল্লাহ আল মামুন,তন্ময় চৌধুরী। যুগ্ন-সাধারণ সম্পাদকঃসাত্বিক মাহবুব, নাহিদ হাসান,মোঃ শফিক উল ইসলাম খান,রিদয়ান আহমেদ খান, মোজাম্মেল হাসান পিয়াস।সাংগঠনিক সম্পাদকঃশরীফ আহমেদ অন্তর, তানভীর আহমেদ আপন,মোঃ হুমায়ুন কবির কিশোর্, মনিরুজ্জামান সনি,দেলোয়ার হোসেন প্রান্ত,আতিকুর রহমান আতিক। দপ্তর সম্পাদকঃ রাকিব মন্ডল।প্রচার সম্পাদকঃ সজীব ভদ্র।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে গতিশীল করার উদ্দেশ্যে দুটি অনুষদের কমিটি ঘোষণা করা হয়েছে।সামনের দিনে অন্যান্য অনুষদেরও কমিটি ঘোষণা করা হবে।

বিগত সময়ে দেখেছি দীর্ঘদিন যাবত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার পরও তাদের মূল্যায়ণ করা হয় না। কিন্তু আমরা তাদের কেই দিয়েছি যারা সৎ,যোগ্য, মেধাবী এবং পরিশ্রমী। জয় বাংলা স্লোগানে যারা বিশ্বাসি,বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাসি।

উল্লেখ্য যে, এর আগে পদ প্রত্যাশিদের কাছ থেকে জীবন বৃত্তান্ত জমার আহবান করা হয় এবং যারা আগ্রহী তারা জীবন বৃত্তান্ত জমা দেয়।

দেখা হয়েছে: 431
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪