|

২০১৮ সালের মধ্যে সারাদেশকে বিদ্যুতের আওতায় আনবে সরকার-লক্ষ্মীপুরে পর্যটমন্ত্রী

প্রকাশিতঃ ৭:১০ অপরাহ্ন | মার্চ ২৫, ২০১৮

The government will bring the electricity to the country by 2018- Tourism Minister in Laxmipur

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
২০১৮ সালের মধ্যে আওয়ামীলীগ সরকার সারা বাংলাদেশকে বিদ্যুতের আওতায় আনবে বলে মন্তব্য করেছেন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানে রবিবার (২৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ১১৬ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন কালে তিনি এ প্রতিশ্র“তি দেন।

মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ বেকার থাকে না। ঘরে ঘরে শিক্ষিতের হার বাড়ে। সে কারণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। যাতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

The government will bring the electricity to the country by 2018- Tourism Minister in Laxmipur

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: শাহজাহান কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট সামছুল হক সামছু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪২ লাখ ৭০ হাজার ৫’শ টাকা ব্যয়ে ২.৮৪৭ কিলোমিটার লাইন নির্মাণ শেষে কল্যাণপুর গ্রামের ১১৬ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। স্বাধীনতার ৪৭ বছর পর এবার ওই গ্রাম অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পেয়েছে। এতে নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় গ্রামের লোকজনের মাঝে আনন্দে জোয়ার বইছে। নতুন বিদ্যুতের সংযোগ পাওয়ায় স্থানীয় এলাকাবাসী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

The government will bring the electricity to the country by 2018- Tourism Minister in Laxmipur

দেখা হয়েছে: 388
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪