|

সিএনজি থ্রীহুলার সর্বত্র চলাচলের লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ৪:২৫ পূর্বাহ্ন | মার্চ ০৫, ২০১৮

সাইদ সাজু , তানোর প্রতিনিধিঃ

তানোর থানার মোড় সিএনজি মালিক ও শ্রমিকলীগ সমিতির উদ্যোগে সিএনজি ও থ্রীহুলার তানোর টু রাজশাহীসহ সর্বত্র চলাচলের লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টা তানোর থানা মোড়ে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা সিএনজি মালিক ও শ্রমিকলীগ সমিতির সভাপতি সাহাবানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির উদ্দিন পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সময়ে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সদস্য সফিকুল ইসলাম, কাওসার আলী প্রমুখ।

বক্তারা বলেন, রাজশাহীসহ সারা দেশে সিএনজি থ্রীহুলার চলাচল করছে, কিন্তু গত বুধবার প্রশাসনের পক্ষ থেকে তানোরের সিএনজি চালকদের ডেকে নিয়ে রাত ৮টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত সিএনজি চলাতে বলেছেন।

প্রশাসনের বেধে দেয়া সময়ের প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, আমরা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে সিএনজি ক্রয় করে চালিয়ে জীবিকা নির্বাহ করছি, রাত ৮টা থেকে সকাল ৮ পর্যন্ত সিএনজি চালিয়ে বাকি সময় বন্ধ রাখলে আমাদের পক্ষে এনজিও ক্রয়ে এনজিও’র কিস্তি চালানো সম্ভব হবেনা এবং পরিবার নিয়ে পথে বসতে হবে।

প্রশাসনের সু-দৃষ্টি ও সহানুভুতি কামনা করে সিএনজি ও থ্রীহুলারের রেজিষ্টেশন প্রদান করে তানোর থেকে রাজশাহীসহ সর্বত্র চলাচলের জন্য লাইসেন্স প্রদানের অনুরোধ জানান।

দেখা হয়েছে: 398
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪