|

ঈশ্বরগঞ্জে শেখ রাসেল স্কুলের যাত্রা শুরু

প্রকাশিতঃ ৮:৫২ অপরাহ্ন | জানুয়ারী ২৭, ২০১৮

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যালয় বিহীন একটি গ্রামে শিক্ষার আলো ছড়াতে গ্রামবাসীর উদ্যোগে শেখ রাসেল বিদ্যানিকেতনের যাত্রা শুরু হয়েছে। শনিবার আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। প্রাথমিক ভাবে ৭২ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু করা হয়েছে।

উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মধুপুর-ইটাউলিয়া গ্রামে কোনো বিদ্যালয় নেই। গ্রামের শিক্ষার্থীদের দূরের বিদ্যালয়ে গিয়ে প্রাথমিক পাঠ নিতে হয়। এতে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ কমতে থাকায় গ্রামবাসীর উদ্যোগে একটি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। গ্রামের কিছু মানুষ অর্থ সংগ্রহ করে বিনামূল্যে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানোর জন্য বিদ্যালয়টি স্থাপন করেন।

ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. কাজল মিয়ার প্রচেষ্ঠার কৃষক লীগের সভাপতি শেখ রাব্বি রতনের সহযোগিতায় এবং হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি বিদ্যালয়টির জন্য জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। বিদ্যালয়টির যাত্রা শুরু উপলক্ষে গতকাল শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ রাসেল বিদ্যালয়টির উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও প্রাক্তন অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম

পরে এক আলোচনা সভায় শেখ রাসেল বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মো. নূরুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো, আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুদ্দিন ভুঁইয়া, জমিদাতা হেলাল উদ্দিন, কৃষক লীগ সভাপতি শেখ রাব্বি রতন, শ্রমিক লীগ সভাপতি ও বিদ্যালয়টির পরিচালক মো. কাজল মিয়া প্রমুখ।

বিদ্যালয়টির পরিচালক মো. কাজল মিয়া বলেন, গ্রামটিকে কোনো বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। শেখ রাসেল বিদ্যা নিকেতনটি বিত্তবানদের সহযোগিতায় পরিচালিত হবে। এখানে গ্রামের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ গ্রহণ করতে পারবে।

দেখা হয়েছে: 512
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪