|

শহরের প্রধান সড়কগুলো হকারদের দখলে

প্রকাশিতঃ ৭:৫০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০১৮

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ :
ময়মনসিংহ শহরের প্রধান সড়কগুলো এখন হকার ও ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতাদের দখলে। এতে পথচারীর চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। সাধারণ মানুষের অভিযোগ, নজরে থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।

তবে ফুটপাত দখল করে রাখা হকার উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসক ও পৌর মেয়রের। ময়মনসিংহের সরু রাস্তাগুলো দিনরাত ভ্রাম্যমাণ হকারদের দখলে। রাস্তার দুপাশে চেয়ার টেবিল পেতে কিংবা ভ্যান গাড়ীতে করে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। ফলে ফুটপাতে হাঁটতে অসুবিধার মুখে পড়েন পথচারীরা আর সড়কে সৃষ্টি হয় যানজট।

হকাররা বলছেন, তাদের জন্য নির্দিষ্ট কোন স্থান বরাদ্দ না থাকায় পেটের দায়ে তারা রাস্তার উপর দোকান বসিয়েছেন। সমস্যার সাথে একাত্মতা প্রকাশ করে হকারদের পুনর্বাসনের মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন নাগরিক যুগ্ম সাধারণ সম্পাদক এড. এমদাদুল হক মিল্লাত।

তবে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু জানান, হকারদের উচ্ছেদ করে রাস্তাগুলো স্বাচ্ছন্দ্যে চলাচলের উপযোগী করে তোলা হবে। আর ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বললেন, এ সমস্যা নিরসনের পৌরসভাকে সব ধরনের সহযোগিতা করা হবে। ময়মনসিংহ শহরের চরপাড়া, স্টেশন রোড, গাঙ্গিনারপার ও দূর্গাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ হকারদের উৎপাত সবচে বেশি।

দেখা হয়েছে: 558
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪