|

চেয়ারম্যানের তৎপরতায় চুরির ৬ ঘন্টায় মোটর সাইকেল ফেরৎ

প্রকাশিতঃ ৫:৫৬ পূর্বাহ্ন | মার্চ ২৪, ২০১৮

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ইউপি চেয়ারম্যানের তৎপরতায় চুরি যাওয়ার ছয় ঘন্টার মধ্যে মোটরসাইকেল ফেরৎ পেয়েছে ব্যবসায়ী শ্রমিকলীগ নেতা। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে।

চুরি যাওয়া মোটরসাইকেল মালিক উপজেলা সদরের পোল্ট্রি ফিড ব্যবসায়ী ও উপজেলা শ্রমিকলীগ সহ-সভাপতি কমল কৃষ্ণ দাস শংকর জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর রোডে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজের মোটরসাইকেল (ঝিনাইদহ হ-১১-০২৮৪) তালাবদ্ধ করে বন্দরের মধ্যে তার অন্য দোকানে কাজে যান।

এর কিছু সময় পর তিনি ফিরে এসে মোটরসাইকেল দেখতে না পেয়ে চারিদিকে খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে বাকাল ১নং ব্রিজ এলাকার ব্যবসায়ী হেমায়েত ফকির তার দোকানের সামনে দিয়ে গৈলা ইউনিয়নের নিমতলা এলাকার আব্দুল হক হাওলাদারের ছেলে ছলেমান হাওলাদার শংকরের মোটরসাইকেল নিয়ে যাবার কথা জানায়।

এই সূত্র ধরে নিমতলা গিয়ে ছলেমানকে কৌশলে ডেকে এনে স্থানীয়রা জড়ো হয়ে ছলেমানকে আটক রাখে। বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও জানানো হয়। এরই মধ্যে খবর পেয়ে গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন চৌকিদার দিয়ে ছলেমানকে তার পরিষদে ডেকে আনেন।

প্রথমে ছলেমান গাড়ি চুরির কথা অস্বীকার করলেও চেয়ারম্যান লিমনের অব্যাহত প্রচেষ্টায় অবশেষে সে গাড়ি চুরির কথা স্বীকার করে। একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে চুরি যাওয়া মোটরসাইকেল ফেরৎ পেয়েছেন বলে জানান শংকর।

দেখা হয়েছে: 449
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪