|

সিরাজদিখানে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:৪১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৯, ২০১৮

মোঃ ফয়সাল হাওলাদার,সিরাজদিখানঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

উক্ত জাতীয় সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠানে ১৪টি ইউনিয়নের ১৪ টি বিদ্যালয় শিল্পীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহ ভিন্ন ভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে উপজেলায় অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, আনিসুল ইসলাম ও শামসুর রহমান।

বিচারকের দায়ীত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মো:নজরুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ূম খান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মোক্তার হোসেন।

শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন গোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইছামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরবর্ত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর বিশ্বনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কংশপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাতিয়ানতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোট পাউলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাজীরবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মালপদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

সঙ্গীত প্রতিযোগীতায় বিক্রমপুর কে বি বিশ্ববিদ্যালয় কলেজ শ্রেষ্ঠ হয়।

সিরাজদিখানে জাতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

দেখা হয়েছে: 468
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪