|

ময়মমসিংহ জংশনেই শিশু লিটনের একমাত্র ঠিকানা

প্রকাশিতঃ ১০:১৮ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

মাসুদ রানা, ময়মনসিংহ:

ময়মনসিংহ রেলওয়ে জংশন ( ষ্টেশন )। এই ষ্টেশনেই লিটন নামে ৯ বছর বয়সী এক পথশিশুর বসবাস। সে রেলওয়ে ষ্টেশনেই খাবার খায় আবার এখানে এই শীতের মধ্য রাতের বেলা ঘুমাতে হয়। তার নেই কোন বাড়ী ঘরের সঠিক ঠিকানা।

রবিবার (২৮ জানুয়ারি ) বিকেলে রেলওয়ে ষ্টেশন এলাকায় ধূমপানরত অবস্থায় দেখা যায় এই পথশিশুকে। এমন কিছু ছবি বিভিন্ন যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পরে।

ফেসবুক ওয়ালে অনেকেই কমেন্ট করে বলেছেন, শিক্ষা অার বাসস্থানের অভাবে এসব পথ শিশুরা একসময় ভয়ানক হয়ে উঠে। পথ শিশুদের জীবন নষ্টের পিছনে কার দোষ? শিশুদের? নাকি সমাজের? সরকারের প্রতিনিধিত্বে? নাকি পরিবারের? নাকি জন্ম নেয়ার পর এদের ভাগ্যের কোন দোষ ছিল? এমন প্রশ্নই রেখেছেন সচেতন মহল।

ময়মমসিংহ জংশনেই শিশু লিটনের একমাত্র ঠিকানা-Aporadh-Barta

ময়মমসিংহ জংশনেই শিশু লিটনের একমাত্র ঠিকানা-Aporadh-Barta

নগরীর ষ্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে কথা হয় শিশু লিটনের সঙ্গে, সে এই প্রতিবেদককে জানান, তার বাবার মঞ্জুল মিয়া, বাড়ির ঠিকানা তাও তার জানা নেয়। লিটন অনেক আগে থেকেই ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনেই বসবাস করে আসছেন।

দিনের বেলা রাস্তায় পরে থাকা কাগজ, প্লাস্টিক ও ভাঙাচুরা কুড়িয়ে যাই পাওয়া যায়। তাই বিক্রি করে কোন মতে জীবন চালাতে হয়। আবার কোন দিন না খেয়েও থাকতে হয়। অনেক সময় ষ্টেশনে আসা লোকজনের কাছ থেকে টাকা পয়সা চেয়ে খাবার খাওয়া লাগে। তার নেই লেখা পড়ার কোন অবিগ্যতা। ছোট থেকে এই শিশুটিকে লেখাপড়া করার জন্য কেও কখনো তাকে তাগিদও দেয়নি। তাই পড়া শুনা করার কথা কোন দিন ভাবেওনি লিটন।

লিটনকে ধূমপানের বিষয়ে প্রশ্ন করা হলে, সে বলেন, অনেক অাগে থেকেই এসব খাওয়া শিখেছে। তাই এখন আর ছাড়তে পারেনা। তবে সবাই নাকি তার নিশার বিষয়টিও জানেন।

এই ছবিটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকেই লিখেছেন, এই শিশুটি কারো দ্বারা ব্যবহার হচ্ছে কিনা জানিনা, তবে এসব পথশিশুদের ব্যবহার করেই একটি অসাধু সিন্ডিকেট নিরাপদে ইয়াবা বিক্রি থেকে শুরু করে চুরি-ছিন্তাই কাজে সাহায্য করছে।

প্রশাসন এখনই এসব শিশুদের প্রতি নজর না দিলে ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাবে। আবার অনেকেই বলছে, এই শিশুদের ব্যবহার করছে এমন অসাধু সিন্ডিকেটের লাগাম ধরে টানতে না পরলে, এসব শিশুরা অার একটু বড় হয়ে ভয়ংকর হয়ে উঠবে।তখন এদের সামলানো কঠিন হয়ে যাবে।

ময়মমসিংহ জংশনেই শিশু লিটনের একমাত্র ঠিকানা-Aporadh-Barta

ময়মমসিংহ জংশনেই শিশু লিটনের একমাত্র ঠিকানা-Aporadh-Barta

দেখা হয়েছে: 552
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪