|

একগুচ্ছ চমক নিয়ে সিলেটে প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ৬:২৯ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

অনলাইন বার্তাঃ

পীর-আওলিয়ার পুণ্য ভূমি সিলেট সফরের মধ্যে দিয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করে পরবর্তীতে সারাদেশে নির্বাচনী সফর করবেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশেই ইতোমধ্যে দলের ১৫টি টিম সারাদেশে সাংগঠনিক সফর শুরু করেছে। এ সফরের সময় আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসাবে একজনের নাম ঘোষণা করা হবেল দলীয় একাধিক সূত্র কালের আলোকে নিশ্চিত করেছে। এক্ষেত্রে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের নামের ঘোষণা আসতে পারে সংশ্লিষ্টরা মনে করেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গাড়িযোগে শাহজালাল (রহ.) এর মাজারের উদ্দেশে রওয়ানা দেন তিনি। বেলা সোয়া ১১টার পর শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

শাহজালালের মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত করতে যান। সেখানে ফাতিহা পাঠ ও জিয়ারত শেষে তিনি হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজারে যান। প্রধানমন্ত্রীর যাতায়াত পথে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পথে পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর আগমনে গোটা সিলেট নগরজুড়ে বিরাজ করছে সাজ-সাজ রব। তোরণে তোরণে ছেয়ে গেছে নগরী। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে সবখানেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এবার সিলেটে প্রধানমন্ত্রী ৫টি স্থানে সফর করবেন। এই ৫ স্থান সিসিটিভির ক্যামেরায় আওতায় আনা হয়েছে। সোমবার সকাল থেকে বাড়তি নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে নগরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে সিলেটের আলীয়া মাদরাসা ময়দানে সিলেট আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি ভাষণ দেবেন। এর আগে আলীয়া মাদরাসা স্থাপিত ফলকে তিনি ৩৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় দেড় বছর আগে সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছর তিনি আলীয়া মাদরাসা ময়দানে সমাবেশের কথা থাকলেও পরবর্তীতে সেটি স্থগিত করা হয়। এবার জাতীয় ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছেন।

গত নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বচনেরও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।

-কালের আলো

দেখা হয়েছে: 501
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪