|

লক্ষ্মীপুরে নকল ধরা পড়ায় অভিমানি স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিতঃ ৯:২৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে পরীক্ষার কক্ষে অসদুপায় অবলম্বলের দায়ে উত্তরপত্র (খাতা) নেওয়ায় অভিমানে কীটনাশক পানে এক স্কুলছাত্রী মৃত্যু হয়েছে। তার নাম শিলা অক্তার । সে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও স্থানীয় দুলাল হোসেনের মেয়ে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যা ৭ টার দিকে ওই হাসপাতালে নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়। এর আগে সকালে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির মেধা মূল্যায়ণ পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে শিলার উত্তরপত্র নিয়ে নেয় দায়িত্বরত সহকারি শিক্ষক শরীফ আহমদ।

এতে সে কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে ফেরার পথে একটি দোকান থেকে কীটনাশক নিয়ে পান করে সে অচেতন হয়ে পড়ে।

নিহতের মা নুরজাহান বেগম জানান, শিক্ষক পরীক্ষার খাতা নিয়ে যাওয়ার পর শিলা কান্নাকাটি করছে, এমন সংবাদে তারা ছুটে যান। পথিমধ্যে তাকে অসুস্থ দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, ওই ছাত্রী পড়ালেখায় দূর্বল ছিল। পরীক্ষায় নকল করায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তার খাতা নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। কি কারণে ছাত্রীটি মারা গেছে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না । ঘটনাটি তদন্ত চলছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহের ময়না তদন্ত হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহৃ নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

দেখা হয়েছে: 803
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪