|

সেই ছোট্র সূরাইয়ার ১২ বছর ধরে বাবা -মা’কে খোঁজার গল্প

প্রকাশিতঃ ৯:৩৭ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৪, ২০১৮

মোঃ মহসিন রেজা, শরীয়তপুরঃ

হয়তো ওর বাবা-মা পরিবার-পরিজন সবই আছে। তারাও হয়তো ওকে খুঁজছে। তবে তাদের কাছে ওর সন্ধান নেই। আর পরিবার-পরিজনের কোনো ঠিকানা ওর কাছে নেই।

মেয়েটির নাম সুমাইয়া আক্তার সুরাইয়া (১৮)। বাবা সলেমান মীর, মা জলেফা বেগম (ফাতেমা)। শুক্রবার বাবা-মা ও পরিবার-পরিজনের খোঁজে শরীয়তপুরে আসে সুরাইয়া।

মা-বাবার নাম বলতে পারলেও বাড়ির কথা জিজ্ঞেস করতেই তার চোখে মুখে যেন আঁধার নেমে আসে চোঁখ ভিজে যায় সুরাইয়ার। বাবা-মা কোথায় কিংবা তাদের ঠিকানা সম্পর্কে কিছুই বলতে পারে না সুরাইয়া। বর্তমানে তাকে শরীয়তপুর সদর পালং মডেল থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

পালং মডেল থানা পুলিশের ওসির কক্ষে বসে শনিবার দুপুরে কথা হয় সুরাইয়ার সঙ্গে। সুরাইয়া বলেন, ২০০৬ সালে ঢাকার মিরপুর-১ এ বেড়াতে গিয়ে হারিয়ে যাই। তখন আমার বয়স ছয় বছর। পরে বাবা-মাকে খুঁজে না পেয়ে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠি। লঞ্চে বরিশালের মুলাদী লঞ্চঘাটে নামি।

ওখানে নামলে মুলাদীর হারুন খান নামে এক আংকেল আমাকে বাসায় নিয়ে যায়। হারুন আংকেলের বাড়িতে আট মাস থাকি। পরে হারুন আংকেল বরিশালের হিজলা থানার ভূয়াবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পানিভাঙা গ্রামের কামরুল উদ্দিন হাজারীর ছেলে দেলোয়ার হোসেন বাদশা হাজারীর কাছে কাজের মেয়ে হিসেবে আমাকে তুলে দেয়।

এত বছর আমি দেলোয়ার হোসেন বাদশা হাজারীর বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করেছি। তবে ওই বাড়ি থেকে অনেক বার পালাতে চেষ্টা করেছি। কিন্তু পালাতে পারিনি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাসার থেকে পালিয়ে আসি। শুক্রবার লঞ্চে শরীয়তপুরে চলে আসি। আমি ছোটকালে মা-বাবার কাছে শুনেছি আমাদের বাড়ি শরীয়তপুরে। তাই মা-বাবার খোঁজে পালিয়ে এখানে এসেছি। গত ১২ বছর ধরে আমি আমার মা-বাবাকে খুঁজছি।

পালং মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, মেয়েটি শুক্রবার সন্ধ্যায় আমাদের থানায় আসে। তাকে জিজ্ঞাসার পর জানতে পারি, তার বাড়ি শরীয়তপুর হতে পারে। তার মা-বাবার খোঁজে আমরা কাজ করছি। আপাতত মেয়েটি থানায় হেফাজতে আছে। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

দেখা হয়েছে: 717
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪