|

দুষ্টলোকের বাস সবখান, অতিরিক্ত আইজিপি

প্রকাশিতঃ ৮:৪৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল আই জি (প্রশাসন এন্ড অপস্) মো. মোখলেছুর রহামান বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম অস্রধারনকারী রক্তদানকারী মুক্তিপাগল মানুষ ছিলেন পুলিশের সদস্যরা। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের একই ভাবে মোকাবেলা করবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ২নং পুলিশ ফাড়ির উদ্বোধন, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পুলিশ ফাড়ির উদ্বোধন করেন।

এসময় তিনি আরও বলেন, সমাজের ভেতরে যেমন দুষ্টু লোক আছে, তেমনি পুলিশের ভেতরেও রয়েছে। আমরা প্রায়ই দেখি এই ধরনের দুর্বৃত্তদের সঙ্গে অসাধু পুলিশ সদস্যদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। ঠিক তখনই সমাজ অস্থিরতার মধ্যে পড়ে। এসব দুষ্টু পুলিশ সদস্যদের তালিকা আমাদের দেবেন। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্চ পুলিশের ডিআইজি নিবাস চন্দ্রমাঝি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাসদের সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।

দেখা হয়েছে: 478
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪