|

মাদরাসায় কোন জঙ্গি নেই, ভাল মানুষ তৈরি হয়-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ ১০:৩৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০১৮

অনলাইন বার্তাঃ

মাদরাসায় কোন জঙ্গি নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন মাদরাসায় ভাল মানুষ তৈরি হয়। তিনি শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদরসায় হেফাজতে ইসলামের আমির ও মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে স্বাক্ষাতকালে এ কথা বলেন।

ফটিকছড়ির নানুপুরে জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে তিনি হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আসেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদরাসার মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন। মাদরাসা পরিদর্শন শেষে তিনি হেফাজত আমিরের সাথে সাক্ষাতে মিলত হন। সেখানে তিনি প্রায় চল্লিশ মিনিট অবস্থান করেন।

এসময় আল্লামা শফী কওমি সনদের স্বীকৃতি প্রদান বিষয়ে আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবির বিষয়টি মন্ত্রীকে তুলে ধরেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ দাবিও ইনশাল্লাহ পূরণ হবে।

এসময় মন্ত্রী আল্লামা শফীর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন। পরে মন্ত্রী সেখান থেকে বের হয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন। মন্ত্রী জানান তিনি আল্লামা শাহ আহমদ শফীর দোয়া নিতে এসেছেন। তার সাথে আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা হয়েছে।

এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকালে চট্টগ্রাম আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দৈনিক ইনকিলাব

দেখা হয়েছে: 418
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪