|

রাঙামাটিতে ত্রিমুখী সংঘর্ষে আহত-৩ (ভিডিওসহ)

প্রকাশিতঃ ১০:৪১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

নির্মল বড়ুয়া মিলনঃ

সোমবার ১২ ফেব্রুয়ারি ফুটবল খেলাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি),রাঙামাটি ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুপায়ন চাকমা(১৮) আহত হয়।

পরে এঘটনা শহরের কলেজ গেইট ও হ্যাপিমোড় ছড়িয়ে পড়ে। রাঙামাটি জেলা ছাত্রলীগের এক নেতাকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ করে । এ অভিযোগে সোমবার বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া মঙ্গলবার হরতালের ডাক দিয়েছে রাঙামাট জেলা ছাত্রলীগ।

রাঙামাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অভিযোগ, রাঙামাটি স্টেডিয়ামে ফুটবল খেলে সুপায়ন বাসায় ফিরছিল পথে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি’র কয়েকজন কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় কলেজ গেইট এলাকায় ছাত্রলীগ সড়ক অবরোধ করে রাখে পুলিশ এই সড়ক অবরোধ সরাতে গিয়ে লাঠি চার্জ করে পুলিশ, এতে পথচারি শফিকুল ইসলাম(৩৫) ও শারিরীক বিপ্লব মজুমদার(২০)আহত হয়।

হামলার পর ছাত্রলীগের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচিতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া পুলিশের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আহতদের রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সুপায়ন চাকমা(১৮) ও শফিকুল ইসলাম(৩৫)কে রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতীষ চাকমা অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনার সাথে পাহাড়ী ছাত্র পরিষদের কোন সদস্য জড়িত ছিল না। বস্তুত পিসিপি’র কোন সদস্য উক্ত খেলায় অংশগ্রহণও করেনি কিংবা সেসময় স্টেডিয়াম এলাকায়ও উপস্থিত ছিল না।

রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, খেলা নিয়ে দুই পক্ষের মারামারি হয়। পরে উত্তেজনা শহরে ছড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এঘটনায় গতকাল ১২ ফেব্রুয়ারি সোমবার ৭.৪৫ মিনিটে রাঙামাটি কোতয়ারি থানার এসআই শিবুপ্রসাদ দাশ বাদী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের অজ্ঞাত নামা ৪০০-৫০০ জন নেতাকর্মীদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নং : ০৫ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮ ইংরেজি বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতয়ালি থানার ডিউটি অফিসার এএসআই অঞ্জন দে। এদিকে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাঙামাটি জেলা ছাত্রলীগের ডাকা হরতাল পালিত হচ্ছে।

দেখা হয়েছে: 474
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪