|

রাজশাহীতে বিস্ফোরকসহ ৩ জেএমবি সদস্য আটক

প্রকাশিতঃ ৩:৩৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার ভোররাতে র‌্যাব-৫ এর একটি দল তানোর উপজেলায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তাদেরকে আটক করে।

আটকৃরা হলেন, উপজেলার বিলশহর গ্রামের মৃত জহুর মণ্ডলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) এবং খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৮)।

এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক, জিহাদী বইসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। রবিবার বেলা ১১টার দিকে র‌্যাব-৫ সদর দপ্তরে তাদেরকে স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এসময় র‌্যাব-৫ এর অধিনায়ক মাহবুবুর রহমান জানান, গোয়েন্দা তৎপরতায় তারা জানতে পারেন, তানোরের বিলশহর এলাকায় গোপনে কিছু জঙ্গি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এদের একটি দল নাশকতার পরিকল্পনা করতে শনিবার দিবাগত রাতে সাহেবজান আলীর বাড়িতে গোপন বৈঠকে বসে। এ তথ্যের ভিত্তিতেই বাড়িটিতে অভিযান চালানো হয়।

এ সময় এই তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গানপাউডার, দুটি জিহাদী বই, ৪০ গ্রাম সোডা, সমপরিমাণ চুন, পাঁচটি হ্যান্ডনোট, সাতটি জিহাদী লিফলেট ও বোমা তৈরির নানা সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ব্যাটারি, জর্দার কৌটা, ইলেকট্রিক তার, রাং তার, কাটার প্লাস, তাতাল, স্কচটেপ, সুপার গ্লু, আইসি ও মার্বেল।

র‌্যাব অধিনায়ক জানান, আটক জেএমবি সদস্যদের র‌্যাব-৫ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কবে, কোথায় নাশকতার পরিকল্পনা করেছিল তা জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের তানোর থানায় সোপর্দ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলাও করা হবে তাদের বিরুদ্ধে।

দেখা হয়েছে: 444
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪