|

ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশিতঃ ৫:৪৮ অপরাহ্ন | মার্চ ২০, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্তসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। র‍্যাবের দাবি গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

তারা হলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মোঃ রায়হান (৩১), দুই সহযোগি অহেদ আলী (৫০), ও মোঃ সিরাজ (২৪)। এরা সকলেই গফরগাঁও উপজেলার গাগলা থানার বিভিন্ন এলাকার বিসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মার্চ ) ভোর সোয়া চারটার দিকে পাগলা থানার অললী গ্রামের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ময়মনসিংহ র‍্যাব-১৪ এর একটি বিশেষ দল।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি গুলি ও ম্যাগজিন, ৪টি লোহার রাম’দা, ২টি বড় ছোড়া, ১টি কাটার, ১টি লোহার করাত, ১টি স্টিলের চেইন, ৩টি মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব-১৪।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-১৪ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, রায়হান আন্ত;জেলা ডাকাত দলের সর্দার। অপর দুইজন তার সহযোগী।

এরা ময়মনসিংহ জেলার গফরগাঁও, পাগলা, কিশোরগঞ্জের হোসেনপুর, পাকুন্দিয়া এবং গাজীপুর জেলার শ্রীপুর ও কাপাসিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছে। তাদের নামে পাগলা, গফরগাঁও, শ্রীপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলেও দাবি র‍্যাবের এই কর্মকর্তার।

তিনি আরও জানান, র‍্যাব-১৪, কর্মকর্তা এ.এস.পি মোঃ হাফিজুল ইসলাম বাবু, এ.এস.পি গৌতম দেব, ফোর্স নিয়ে ডাকাতদলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। এ বিষয়ে পাগলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দেখা হয়েছে: 375
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪