|

আজ এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর জন্মদিন

প্রকাশিতঃ ১:৪৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০১৮

রবিউল ইসলাম রিমন,বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের টানা তিনবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর জন্মদিন আজ।

১৯৬৮ সালের এই দিনে জয়পুরহাটের সদর উপজেলার ধলাহার ইউনিয়ন এর রামকৃষ্ণপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। শিক্ষা জীবনে নওগাঁ কে ডি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নওগাঁ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে । বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ফলস্বরূপ পেয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতির পদ।

জয়পুরহাট ২ আসন থেকে ২০০৮ সালে নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হন তিনি। এরপর তিনি দায়িত্ব পান কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে। ২০১৪ সালের সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এমপি হওয়ার পর থেকে তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন। কালাই,ক্ষেতলাল ও আক্কেলপুরে শতভাগ বিদ্যুৎতায়নের আয়তায় এনেছেন গতমাসে। টি আর কাবিখার বরাদ্দের টাকা তিনি নিজ হাতে বিতরণ করেছেন ঈদ গাহ মাঠ, মন্দিরের সংস্কারের কাজে। ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলাতে ৩ টি কলেজ সরকারিকরন করেছেন।

কালাই এমইউ, আক্কেলপুর এফইউ ও ক্ষেতলাল পাইলট স্কুল সরকারীকরণ,জঙ্গিবাদ বিরোধী দীর্ঘ ৮৮ কিলোমিটার মানববন্ধন করেছেন নিজ উদ্যোগে। জনতার মুখোমুখি সাংসদ নামের প্রোগ্রাম করে জনগণের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তাৎক্ষণিক সমাধানও করে দিয়েছেন।

একনেকে জয়পুরহাট শহরের ২.৫০ কিলোমিটার রাস্তা ৪ লেন, স্বাধীনতা চত্বর নির্মাণসহ জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়ক ২৪ ফুট প্রশস্ত ও যথাযথ মানে উন্নীতকরনের জন্য ১৯৪.৭৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন, কালাইয়ে একটি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ,ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ও মাহমুদপুর ইউনিয়নের বিলে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন।

এরই মধ্যে বাংলাদেশের একজন সফল রাজনীতিক ও শিল্প উদ্যোক্তা হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন।বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন।

অপরাধ বার্তার পক্ষ থেকে আবু সাঈদ আল মাহমুদ স্বপন কে জন্মদিনের শুভেচ্ছা।

দেখা হয়েছে: 946
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪