|

ঈশ্বরগঞ্জে আবারও যুবলীগের দু’গ্রুপ সংঘর্ষ, গুলি

প্রকাশিতঃ ১০:৪২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৫, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উপজেলা চেয়ারম্যানের সরকারী বাস ভবনসহ বেশ কয়েকটি বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১২ রাউন্ড টিয়ারসেল ও ১ রাউন্ড গুলি ছুড়ে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী ) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত উপজেলা শহরের মুক্তিযোদ্ধা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতেরা হলেন, দেলোয়ার জাহান মামুন, সুজন, একেএম ফরিদ উল্লাহ, হিরণ, আব্দুল্লাহ, কামাল নামে ছয় যবুলীগকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দেলোয়ার জাহান মামুন ও সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে দুগ্রুপের সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ বার রাউন্ড টিয়ারসেল ও এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত ২৮ জানুয়ারী উপজেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনার দিন থেকেই উত্তেজনা বিরাজ করছিল। নতুন কমিটির আহ্বায়ক আবুল খায়ের ও বিলুপ্ত কমিটির আহ্বায়ক মতিউর রহমান গ্রুপের মধ্যে ২৮ জানুয়ারীতেই ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নতুন কমিটির আহ্বায়ক আবুল খায়ের গ্রুপের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের নেতেৃত্বে উপজেলার পৌর এলাকায় একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। কিন্তু এর আগেই বিলুপ্ত কমিটির আহ্বায়ক মতিউর রহমান ও তার সমর্থকরা পাল্টা মিছিল বের করে।

ঈশ্বরগঞ্জে আবারও যুবলীগের দু’গ্রুপ সংঘর্ষ, গুলি

পরে মিছিলটি শহরের মুক্তিযোদ্ধা মোড়ে পৌঁছলে উভয় গ্রুপপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১২ রাউন্ড টিয়ারসেল ও এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

অন্যদিকে আবারও বিকেল ৪ টা থেকে থেমে থেমে সন্ধ্যার পর পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের থানা রোডস্থ সরকারী বাসভবনে হামলা, ১২ টি মটরসাইকেল ভাঙচুর এবং যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুস সালামের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়।

পরে খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেয়াজী ও গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিঃ সাকের হোসেন সিদ্দিকী অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এখন উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্যঃ গত ২৮ জানুয়ারী ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে যুবলীগের সদ্যঘোষিত নতুন কমিটির আহ্বায়কের সংবর্ধনাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ১০ জন হয়। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে । ওইদিন দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঈশ্বরগঞ্জ পৌরশহরে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ করা হয়ে ছিল।

পরে আহতদের মধ্যে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, ছাত্রলীগ নেতা তুষার ও আকবর আলী নামে এক পথচারীকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেখা হয়েছে: 741
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪