|

৪০ পিচ ইয়াবা ও গাঁজাসহ ২ ভ্রাম্যমান মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ন | জানুয়ারী ২৯, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সঠিক দিকনির্দেশনা ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণার পরও অলিগলিতে অত্যন্ত সুকৌশলে ভ্রাম্যমানভাবে মাদক বিক্রি হচ্ছে।

এমন খবরের পরিপ্রেক্ষিতে নড়াইল থানার ওসি (তদন্ত) হরিদাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই আনিচ ও এএসআই মনির রবিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ও গাঁজাসহ দুই ভ্রাম্যমান মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন নুতনগ্রামের বাসিন্দা লুৎফর বিশ্বাসের ছেলে আজম (২৪) ও নড়াইলের সদর উপজেলাধীন ধুড়িয়া গ্রামের বাদশাহ মোল্যার ছেলে বাইজিদ মোল্যা (২২)।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা অনুযায়ী থানা পুলিশের অভিযানে আমরা তাদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী ইয়াবা ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ইয়াবা ব্যবসায়ী যত বড়ই ধুরন্ধর হোক না কেন কোনো প্রকার সুপারিশে কাজ হবে না।

তিনি আরও বলেন, নড়াইলকে মাকদমুক্ত ঘোষণার পরে মাদকবিলুপ্ত হয়ে গেছে। ভ্রাম্যমান মাদক ব্যবসায়ীরা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য নড়াইলে প্রবেশ করানোর পায়তারা করছে।

এ বিষয়ে দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দেখা হয়েছে: 498
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪