|

দু’দল গ্রামবাসীর সংঘর্ষে বাড়ীঘর ভাংচুর, আহত-১২, আটক-৪

প্রকাশিতঃ ১১:২০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ
অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপার ব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার মোল্লা ও পরাজিত চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু’র সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

গতকাল সন্ধ্যায় গাড়াগঞ্জ বাজারে বাবলুর সমর্থক ধীরেন মৃধাকে মারধর করে সাব্দার মোল্লার সমর্থকরা। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ব্রাহিমপুর গ্রামে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাড়িঘর ভাংচুর ও উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দেখা হয়েছে: 401
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪