|

কলাপাড়ায় ক্রমশই সহিংস হয়ে উঠছে নির্বাচনী মাঠ,আতংকে ভোটাররা

প্রকাশিতঃ ২:৪৮ অপরাহ্ন | মার্চ ২৮, ২০১৮

ইউপি নির্বাচন

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুযাখালী) প্রতিনিধিঃ

কলাপাড়ায় ৫টি ইউনিয়নের ভোট গ্রহনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সহিংস হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রতিদিন সংর্ঘষের ঘটনা ঘটছে। বেড়ে গেছে বহিরাগতদের আনাগোনা। এরই মধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে দেশীয় ধারালো অস্রসহ তিনজন।

ফলে নির্বাচনের পরিবেশ ক্রমশই সহিংস হয়ে ওঠায় আতংকিত হয়ে পড়েছে ভোটাররা। ভোট কেন্দ্রে গিয়ে র্নিবিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, এনিয়ে শংকায় রয়েছেন এসব নির্বাচনী এলাকার ভোটাররা ।

শুক্রবার (২৩মার্চ) রাতে ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থীত মেম্বার প্রার্থী রুবেলের সমর্থকরা প্রতিদ্বন্ধী মেম্বার প্রার্থী নুরুজ্জামানের সমর্থক জামাল হক হাওলাদারকে কুপিয়ে জখম করেছে। মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালীতে রবিবার(২৫মার্চ) রাতে প্রতিপক্ষের হামলা ও মারধরের শিকার হয়েছে ইসলামি আন্দোলন-এর সমর্থক মতিয়ার রহমান।

ধানখালী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজ তালুকদারের সমর্থক আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে সোমবার (২৬মার্চ) দুপুরে প্রকাশ্যে ৭/৮ সন্ত্রাসী কুপিয়ে গুরুতর জখম করে। শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে গিলাবাড়িয়ায় রিয়াজ সমর্থকদের পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনার জন্য আহতরা নৌকা মার্কার প্রার্থী টিনু মৃধার সমর্থকদের দায়ী করেছেন। এদিন রাকিব নামের নৌকার এক কর্মীকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী চেয়রম্যান রিয়াজ তালুকদার জানান, তার বিভিন্ন কেন্দ্রের এজেন্টদেরকে টার্গেট করে এখন মারধর করা হচ্ছে।

সূত্র সাংবাদিকদের জানায়, ধানখালীতে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সহিংসতা হলেও টিনু মৃধার করা মামলায় জড়ানো হয়েছে অপর চেয়ারম্যান প্রার্থী লতিফ গাজীর তিনপুত্রসহ বিএনপির বেশ কিছু কর্মী-সমর্থকদের।
এছাড়া দেশীয় অস্ত্র মজুদ করে একটি মহল পরিকল্পিতভাবে তপ্ত করে তুলছে নির্বাচনী পরিবেশ।

বৃহস্পতিবার (২২মার্চ) সকালে কলাপাড়া থানা পুলিশ রজপাড়া বাসস্টান্ড থেকে ১০টি রামদাসহ ছাত্রলীগ কর্মী ধানখালী ইউনিয়নের চর নিশান বাড়িয়া গ্রামের মাসুম মীর ও তার দুই সহযোগী ভাড়াটে মোটর সাইকেল চালক রুবেল মোল্লা ও জলিল তালুকদারকে গ্রেফতার করেছে। তবে তাদের গডফাদাররা রয়েছে ধরাছোয়ার বাইরে।

তবে নির্বাচনে সবচেয়ে বেশি ঝুকিপূর্ন হয়ে পড়েছে ধানখালী ইউনিয়ন। বিগত কয়েকটি ইউপি নির্বাচনের ভোট কেন্দ্র দখল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাইফেল লুটসহ হত্যাকান্ডের ঘটনা তুলে ধরে এসব এলাকার ভোটাররা জানান, ধানখালীতে অতীত ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। তারা জানান, যে পরিস্থিতি বিরাজ করছে তাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোটধিকার প্রয়োগ করতে পারবেন কিনা এনিয়ে তারা রয়েছেন শংকায়।

অপরদিকে বালিয়তলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে নুরুল কবীর ঝুনু, মনিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান সবুজ নির্বাচন কমিশনানের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। একই অবস্থা ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে। বহিরাগতদের জড়ো করা, কেন্দ্র দখল করে সিল পেটানোর প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগ এনে মঙ্গলবার (২৭মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সমর্থিত পাঁচ চেয়ারম্যান প্রার্থী।

তারা লিখিত বক্তব্যে বলেন, বালিয়াতলীতে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বিএনপির পক্ষে কাজ না করার হুমকি দেয়া হচ্ছে। মিঠাগঞ্জে আরামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীগঞ্জ আলহাজ মাহবুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয় এবং মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসী জড়ো করেছে নৌকা মার্কার প্রার্থী। বালিয়াতলীতে নৌকা প্রতীকের প্রার্থীর ভাইয়েরা সব ক’টি কেন্দ্র দখলের হুমকি দিয়ে আসছে।

ডালবুগঞ্জ ইউনিয়নের বিএনপি সমর্থক ৬৫ বছরের বৃদ্ধ হারেস মোড়লকে আওয়ামী লীগের মঞ্জু মোড়ল বাড়ি থেকে ধরে এনে ফুলবুনিয়া লঞ্চঘাটে নিয়ে কান ধরে ওঠবস করিয়েছে। প্রতিদিন সন্ধ্যার পরে হোন্ডায় মহড়া দেয়া হচ্ছে। মনষাতলী, বরকতিয়া, দক্ষিণ বরকতিয়া, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগ করেন। ধানখালীতে নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাডাররা মরিচবুনিয়া, মধুপাড়া ও ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, তালিকাভুক্ত এজেন্টদের দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে।

এসব অভিযোগ নিয়ে তারা ২৫ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় তাঁরা স্পষ্টভাবে অভিযোগ আকারে উপস্থাপন করেছেন। তারা নির্বাচন কমিশনসহ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সুষ্ঠু ও বহিরাগতমুক্ত ভোটের পরিবেশ সৃষ্টির দাবি করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ সাংবাদিকদের জানান , সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যত ধরনের ব্যবস্থা তা নেয়া হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ করার সুযোগ নেই। কলাপাড়া থানার ভারপ্রাপ্থ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে কোন ধরনের অনিয়ম করার সুযোগ নেই। সন্ত্রাসী যেই হোকনা কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর ঝুকিপুর্ণ কেন্দ্র শণাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য ২৯ মার্চ কলাপাড়ার ধানখালী, মিঠাগঞ্জ, বালিয়াতলী, চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব এলাকার ৪৫টি ভোট কেন্দ্রের ১৭০টি ভোট কক্ষে ২৬ হাজার ৬৬ জন পুরুষ ও ২৫ হাজার ৯৭১ জন জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

দেখা হয়েছে: 549
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪