|

বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকা ৪র্থ বর্ষে পদার্পন

প্রকাশিতঃ ৩:১৪ অপরাহ্ন | মার্চ ১৯, ২০১৮

আরিফ আহমেদ:
উত্তর ময়মনসিংহের জনপ্রিয় পত্রিকা “সাপ্তাহিক রাজগৌরীপুর” এর ৪র্থ বর্ষপূর্তি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। নানান আয়োজনে রবিবার (১৮ মার্চ) গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বিকাল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও সুধী সমাবেশের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

পত্রিকার প্রকাশক আবু কাউসার চৌধুরী রন্টির সভাপতিত্বে ও সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের সাবলীল উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মর্জিনা আক্তার।

সুধী সমাবেশে অতিথির আসন অলংকৃত করেন ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার জন্মদিনে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান- ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফেজ আজিজুল হক, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক ও ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাবেক পৌর কমিশনার বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসান দিবাকর, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাসার, কলামিস্ট ও প্রাক্তন অধ্যাপক কাজী এম.এ মোনায়েম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তারিকুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, যুবলীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মো: মোহসীন মাহমুদ শাহ ও সাধারণ সম্পাদ জহিরুল হুদা লিটন, বাংলাদেশ ছাত্রলীগ, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো: রইছ উদ্দিন ও মশিউর রহমান কাউসার, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান ও রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক তিলক রায় টুটুল, গৌরীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খান, শাহজাহান কবীর হীরা, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, কবি জয়নাল আবেদীন, সুশান্ত কুমার সরকার সুমন, সেলিম আল রাজ, শাহজাহান কবীর প্রমুখ।

সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল অতিথিদের রজনীগন্ধা ও কলম-খাতা দিয়ে বরণ করে নেয়া হয়। প্রারম্ভিক বক্তব্যে সম্পাদক ইকবাল হোসেন জুয়েল পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের বিশেষ অবদানের কথা এবং বর্তমান সাংসদ বীর মুৃক্তিযোদ্ধা আলহাজ নাজিম উদ্দিন আহমেদ এর আন্তরিক সহযোগিতার কথা কৃজ্ঞতার সাথে স্মরণ করেন।

দেখা হয়েছে: 534
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪