|

মাযে যা কি?

প্রকাশিতঃ ১:৫৩ অপরাহ্ন | জানুয়ারী ২২, ২০১৮

আলিফ হোসেন, তানোর
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, বিলাস, প্রচার বিমূখ এবং সৎ রাজনৈতিকের প্রতিকৃতি, কর্মী ও জনবান্ধব রাজনৈতিক নেতা এমপি ওমর ফারুক চৌধূরীকে বির্তকিত করতে এমপিবিরোধী শিবিরের নিরন্তন প্রচেস্টা বিফলে ও আশা উবে গেছে সেই সঙ্গে তাদের মধ্যে দেখা দিয়েছে রাজ্যের হতাশা।

এমপিবিরোধীরা এমপি ফারুক চৌধূরীর বিরুদ্ধে নানা অভিযোগ উঙ্খাপন করে তাকে বির্তকিত করতে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে অব্যাহত ও নিরন্তণ প্রচেষ্টা করেও বার বার ব্যর্থ হচ্ছে। কিন্তু তাদের দীর্ঘদিনের নিরন্তন প্রচেস্টা এমপির জনপ্রিয়তায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি বরং তাদের অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে পাল্লা দিয়ে বেড়েছে এমপির জনপ্রিয়তা।

এদিকে সাধারণ মানুষ বুঝতে শিখেছে তাদের এমপিবিরোধী অবস্থান রাজনৈতিক নয় সেটি ব্যক্তি কেন্দ্রিক ও স্বার্থ হাশিলের জন্য। আর বিষয়টি পরিস্কার হওয়ায় সাধারণ মানুষ তাদের উপর থেকে মূখ ফিরিয়ে নিয়ে আরো বেশি এমপি মূখী হয়ে উঠেছে।

সূত্র জানায়, তারা উদ্দেশ্যে প্রণোদিত হয়ে দীর্ঘদিন ধরে এমপি ফারুক চৌধূরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিএনপি-জামায়াতপ্রীতি, নিয়োগ বাণিজ্য ও সর্বশেষ মাদক কানেকশনের অভিযোগ উঙ্খাপন করেও হালে পানি পায়নি বরং এসব বুমেরাং (হিতেবিপরীত) হয়ে উঠেছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, বির্তকের খাতিরেও যদি এমপিবিরোধী শিবিরের অভিযোগ সত্য বলে ধরা হয় তার পরেও তো এমপি ফারুক চৌধূরীর বিকল্প কোনো নেতৃত্ব নাই বা গড়ে উঠেনি। আওয়ামী লীগের রাজনীতিতে এমপি ফারুককে সরিয়ে তার শূণ্য স্থান পূরুণের মতো বিকল্প কোনো নেতৃত্ব এখানো গড়ে উঠেনি সেটা আওয়ামী লীগ বিরোধীরাও অপকটে শিকার করেন। তাহলে যেখানে এমপি ফারুকের বিকল্প এমপি ফারুক নিজেই সেখানে কেনো তার বিরোধীতা এসব বিরোধীতার মাযে যা (অর্থ) টা কি ? কার স্বার্থে এমন এমপিবিরোধীতা আওয়ামী লীগের না নেপথ্যের অন্যকারো স্বার্থে ?। তবে কি ? এমপি অনুসারিদের যে অভিযোগ বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের ভিতরে একটি চক্র গড়ে উঠেছে যারা মনোনয়ন পাবেন না নিশ্চিত হয়েও আওয়ামী লীগের সম্ভবনাময় গোছানো মাঠ নস্টের তৎপরতা লিপ্ত রয়েছে এরা তারা, তাদের উদ্দেশ্যে কি ? নির্বাচনের আগে এমপিকে চাপে রেখে কিছু অনৈতিক সুবিধা আদায় করে নেয়া রাজনৈতিক অঙ্গনে ইত্যাদি হাজারো প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে চলতি বছরের ২১ জানুয়ারী রোববার এমপি ওমর ফারুক চৌধূরী ওই পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে প্রমাণ করেছেন তার বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত কাল্পনিক, ভিত্তিহীন ও বানোয়াট। অভিজ্ঞ মহলের অভিমত, যারা রাস্ট্রের কর্মচারি হয়ে রাস্ট্রের একজন আইন প্রণেতার বিরুদ্ধে এমন মনগড়া ও ভিত্তিহূন প্রতিবেদন দিয়েছেন তারা তো প্রত্যক্ষ-পরোক্ষ রাস্ট্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন, তারা বলেন, এদের আইনের আওতায় নিয়ে জনসম্মূখে তাদের মূখোশ উম্মোচিত করা দরকার, যাতে তাদের দেখে আর কখনও অন্যকেউ এমন পথে পা না বাড়ায়। এটি এখন সময়ের দাবিও বটে।

অপরদিকে এমপিবিরোধী যেই প্রত্যাশা নিয়ে এমপি ফারুক চৌধূরীকে বির্তকিত করতে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে আওয়ামী লীগের তৃণমূল ও সাধারণ মানুষের তোপের মূখে তাদের প্রত্যাশা উবে গেছে, দিয়েছে রণেভঙ্গ। এমন মনগড়া খবর প্রকাশের পর এমপির রাজনৈতিক ক্যারিয়ারের ওপর নেতিবাচক কোনো প্রভাব তো পড়েই নি বরং সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আরো বেশি ঐক্যবদ্ধভাবে এমপি মূখী হয়েছে। রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে এমপি ওমর ফারুক চৌধূরীকে ঘিরে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার পাশপাশি তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এমপি ওমর ফারুক চৌধূরীকে মাদক ব্যবসার পৃষ্ঠপোষক বলে খবর প্রকাশ করায় এসব আলোচনার সূত্রপাত।

এদিকে একজন কর্মী ও জনবান্ধব নেতার বিরুদ্ধে খবর প্রকাশের আগে তৃণমূলের মতামত যাচাই না করে একটি মাত্র প্রতিবেদনের উপর ভিত্তি করে এমন প্রতিবেদন প্রকাশ করায় সংশ্লিষ্টদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরণের মূখরুচক গুঞ্জন বইছে। এমপি ফারুকের বিরুদ্ধে এমন ভিত্তিহীন খবর প্রকাশের প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদমূখর হয়ে উঠেছে। ইতমধ্যে তারা বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, রাজনীতি আসার অনেক আগেই এমপি ওমর ফারুক চৌধূরী (সিআইপি) নির্বাচিত হয়েছে, হয়েছেন জেলার শ্রেষ্ঠ স্বচ্ছ আয়কর দাতা, বৃক্ষপোরণে অনন্য অবদান রাখায় একবার রাস্ট্রপতি ও একবার প্রধানমন্ত্রী পদক অর্জন করেছেন, একবার রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি, দুবার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়াও একবার শিল্প প্রতিমন্ত্রী ও দু’বারের সংসদ সদস্য হিসেবে দায়িত্বপালন করে চলেছেন। তাঁর প্রায় দীর্ঘ কুড়ি বছরের রাজনৈতিক জীবনে কখনো কি ? তাঁর মাদকের কোনো চালান ধরা পড়েছে, বা কখনো কি ? তাঁর কোনো অনুগত মাদকসক ধরা পড়ে তার নাম বলেছে, বা তাঁর গাড়ি কিংবা গাড়ি বহরে কখনো কি ? কোনো মাদকদ্রব্য কেউ পেয়েছে, তিনি কখনো কি ? কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে কোনো সুপারিশ করেছেন এমন ঘটনার কথা কেউ কখনোই বলতে পারবেন না। তাহলে যে রাজনৈতিক নেতার দীর্ঘ কুড়ি বছরের রাজনৈতিক জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি বা সূত্র হয়নি সেই নেতা কি ? ভাবে মাদকের পৃষ্ঠপোষক হয় ?। তাদের দাবি অনুযায়ী যদি এসব অভিযোগের সত্যতা থাকে তাহলে তো তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি বারের জন্য হলেও মাদক সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটা ছিল স্বাভাবিক। কিন্তু এখানো তাঁর বিরুদ্ধে তেমন কোনো ঘটনার সূত্রপাত হয়নি কেউ বলতেও পারবেন না।

এমপি ওমর ফারুক চৌধূরীর কঠোর অবস্থান ছিল সব ধরণের অশ্লীলতা-বেহায়াপনা, জুয়া ও মাদকের বিরুদ্ধে যা এখানো রয়েছে। এমপি নির্বাচিত হবার পর তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তাঁর নির্বাচনী এলাকায় লটারি জুয়া, যাত্রা-পুতুল নাচের নামে অশ্লীল নুত্যর আসর ও অপসংস্কৃতির অসুস্থ প্রতিযোগীতা বন্ধ করে দিয়েছেন। বাঙ্গালির নিজস্ব সংস্কৃতি ও সুস্থ বিনোদের জন্য এসবের পরিবর্তে তিনি প্রচলন করেছেন বিজ্ঞান মেলা, স্কুল বিতর্ক প্রতিযোগীতা, বৈশাখী মেলা, বইমেলা, চাকরির মেলা, উন্নয়ন মেলা, নবান্ন ও পিঠা উৎসব ইত্যাদি। অথচ এমন সৃজনশীল রাজনৈতিক নেতার পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও আকাশচুম্বি জনপ্রিয়তা নষ্টের জন্য তাকে মাদকের পৃষ্ঠপোষক বলে প্রচারণা করা হয়েছে যার সঙ্গে তাঁর বিন্দুমাত্র সংশ্লিষ্ট নাই এমনকি কেউ প্রমাণ দিতে পারবেন না। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছেন যদি কেউ কখনো তার বিরুদ্ধে কোনো মাদক, অসামাজিক কর্মকান্ড ব অপসংস্কৃতির সংশ্লিস্টতার প্রমান দিতে পারেন তাহলে তিনি রাজনীতিই ছেড়ে দিবেন। আর এমপি ফারুকের বিরুদ্ধে উঙ্খাপিত এসব অভিযোগ সাধারণ মানুষ বা আওয়ামী লীগের নেতাকর্মী তো দুরের কথা আওয়ামী লীগ বিরোধীরাও বিশ্বাস করেন না।

আওয়ামী লীগ বিরোধীরাও অপকটে শিকার করেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অন্যকোনো অভিযোগ থাকতে পারে, কিন্তু মাদক, অসামাজিক বা সমাজবিরোধী কোনো কর্মকান্ডের সঙ্গে তিনি লিপ্ত থাকতে পারেন না এটা একবারেই বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত। এছাড়াও অবৈধ অর্থলিপসা না থাকায় যেই রাজনৈতিক নেতা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রায় কয়েক কোটি টাকা মূল্যর তাঁর ব্যক্তিগত সম্পত্তি সেচ্ছায় দান করেছেন. যিনি এমপির হবার পর থেকে এখানো সম্মানির একটি টাকাও নিজে গ্রহণ না করে তা নির্বাচনী এলাকার হতদরিদ্রদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন সেই নেতার কি এমন অর্খের প্রয়োজন যে তিনি অসামাজিক কর্মকান্ড বা মাদকের সঙ্গে সম্পৃক্ত হবেন ?।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, এক দিনে কেউ মাদকের পৃষ্ঠপোষক হয় না এর জন্য বিস্তর নেটওয়ার্ক ও দীর্ঘ সময়ের প্রয়োজন। অথচ এমপি ফারুকের দীর্ঘ কুড়ি বছরের রাজনৈতিক জীবনে কখনো কেউ তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন তোলেনি হঠাৎ রাতারাতি তিনি কি ভাবে মাদকের পৃষ্ঠপোষক হলেন। যদি তাই হয় তাহলে এই কুড়ি বছরের রাজনৈতিক জীবনে কি একটি বারের জন্য হলেও বিষয়টি প্রকাশ পেতো না। অথচ আগামি সংসদ নির্বাচনের পূর্ব মুহুর্তে এমন কর্মী ও জনবান্ধব নেতার বিরুদ্ধে মাদকের পৃষ্ঠপোষক দাবি করে কোনো প্রচার করা হলো এর নেপথ্যে কি ? অন্যকিছু রয়েছে। এক জন রাজনৈতিক নেতার কারো বাড়িতে দাওয়াত খাওয়া বা কারো সঙ্গে (সলফি) ছবি উঠানো নিয়ে তাকে বিচার করা যায় না। তাহলে তো প্রতিনিয়ত দেশের রাস্ট্র প্রধান থেকে শুরু করে মন্ত্রী-প্রতিমন্ত্রী বা এমপিদের সঙ্গে অনেকে অহরহ ছবি উঠাচ্ছেন তাই বলে ওই সব ছবির ব্যক্তির সঙ্গে তাদের তুলনা করা হবে। এক জন রাজনৈতিক নেতার মঞ্চে কত মানুষ আসে তাদের সবার সঙ্গেই কি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাহলে তো রাজকার গোলাম আজম, জঙ্গি নেতা বাঙ্গলা ভাই, মুসাবিন সমশের, পাকিস্থানের সামরিক জান্তা আইয়ুব খাঁন, এরশাদ শিকদার বা হিটলালের সঙ্গে যাদের ছবি রয়েছে সেই ছবি দেখে কি ছবির ব্যক্তির সঙ্গে তাদের তুলনা করা হবে ? সেটা কি ? ঠিক ?। এমনকি যারা এসব প্রতিবেদন প্রকাশ করেছে তাদের সঙ্গে অনেক মাদকসেবী রাজনৈতিক নেতা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার মানুষের ছবি রয়েছে তাহলে এদের সঙ্গে কি ? তাদের তুলনা করা হবে ?।

অনুসন্ধানে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে, রাজশাহী-১ আসনে এমপি নির্বাচিত হবার পরপরই তোষামদির রাজনীতি না করায় এমপি ফারুক চৌধূরীর সঙ্গে আওয়ামী লীগের এক শ্রেণীর নেতার মতবিরোধ সৃষ্টি হয়। তারা জানেন যে এখানে এমপি ফারুক চৌধূরীর কোনো বিকল্প নাই এমপির বিরুদ্ধে এমন কোনো শক্ত অভিযোগ নাই যেটা হাইকমান্ডের কাছে উঙ্খাপন করে তার মনোনয়ন ঠেকানো যায়। এছাড়াও সহজ পথে রাজনীতি করে জন ও কর্মী-বান্ধন গণমানুষের নেতা এমপি ফারুকের বিকল্প নেতৃত্ব হয়ে উঠা বা তাকে সরিয়ে তার স্থানে পৌচ্ছা যাবে না তাই তাকে বির্তকিত করে জনবিচ্ছিন্ন করার উদেদ্দশ্যে তাদের এমন পরিকল্পনা। তার পর থেকে এমপিবিরোধী শিবির তার বিরুদ্ধে শক্ত অভিযোগ দাঁড় করাতে নানা প্রাসাদ ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত হয়। এমনকি এমপির বিরুদ্ধে ইতিপূর্বে তারা হাইকমান্ডের কাছে লিখিত অভিযোগ করেও তা প্রমাণে ব্যর্থ হয়ে হাইকমান্ডের কাছে ধরা খায়। এর পর থেকেই তারা এমপিকে বির্তকিত করতে তার বিরুদ্ধে শক্ত অভিযোগ দাঁড় করাতে নানা অপতৎপরতায় জড়িয়ে পড়ে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এমপি ওমর ফারুক চৌধূরীর মাদকবিরোধী দুটি সুপারিশ নিয়ে পুলিশের একশ্রেণীর কর্মকর্তার সঙ্গে মতবিরোধ দেখা দেয়। তার একটি সুপারিশ ছিল কোনো বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে ভর্তির পুর্বে ও সরকারি চাকরিতে যোগদানের আগে তাদের রক্তের নমূনা পরীক্ষা করতে হবে তারা মাদক সেবি কি না সেটা প্রমাণের জন্য। এটা করা হলে সমাজের উচ্চ শিক্ষিতরা কেউ আর মাদক সেবনে জড়াবে না। অপর সুপারিশটি ছিল অধিকাংশক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটককৃত মাদক পরীক্ষায় ফেন্সিডিল হয়ে যায় পানি, হেরোইন হয়ে যায় পাউডার, গাঁজা হয়ে যায় খড়ি ইত্যাদি।

এসব অনিয়ম দূর করতে তিনি আটককৃত একই মাদক একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের তিনটি বিভাগে পরীক্ষার সুপারিশ করেন যেটা একশ্রেণীর পুলিশ কর্মকর্তা সহজে মেনে নিতে পারেনি। আর একশ্রেণীর এসব পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক (সাবেক) পুলিশ কর্মকর্তা আর তাঁর সঙ্গে কারা যোগ দিয়েছেন সেটা প্রায় সকলেই জানে। মূলত এই চক্রটি এমপি ফারুক চৌধূরীকে বির্তকিত করে তার দলীয় মনোনয়ন আটকাতে ঐক্যবদ্ধ হয়ে নিরন্তন প্রচেস্টা করে চলেছে। তাদের সেই প্রচেস্টায় এমপি ফারুক চৌধূরীর বিরুদ্ধে এমন প্রতিবেদন পাঠাতে সহায়তা করেছে বলে নির্বাচনী এলাকার মানুষের অভিমত।

এসব বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জৈষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশ সব সম্ভাবের দেশ, যেখানে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জাল টাকা পাওয়া যায়, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস হয়, বিচারকের স্বাক্ষর জাল করে আসামি জামিন হয়, সেখানে একজন এমপিকে বির্তকিত করতে মনগড়া প্রতিবেদন দেয়া এটা তো মামুলি ঘটনা। তিনি যে যাই বলুক এমপি সাহেব মাদকের পৃষ্ঠপোষক এই কথা তার বিরোধীরাও বিশ্বাস করবে না।

দেখা হয়েছে: 446
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪