|

আওয়ামীলীগ সরকার এলেই তৃনমূল পর্যায়ে উন্নয়ন হয়- ত্রানমন্ত্রী মায়া

প্রকাশিতঃ ১০:৪৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

শরীয়তপুর প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রত্যন্ত ও চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোকে বন্যার হাত থেকে রক্ষা করতে আশ্রয়কেন্দ্র নির্মাণ করছি।

তিনি বলেন, দেশের সব জায়গায় শতভাগ বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করছে সরকার। রাস্তাঘাট, স্কুল, কলেজ ও মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই তৃণমূল পর্যায়ে উন্নয়ন হয়।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে কুচাই পট্রি মাধ্যমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেবেন।

কুচাইপট্রি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম নাছির উদ্দিন স্বপনের উপস্থাপনায় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঞ্জক দেবনাথ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার (অতিরিক্ত) মো. এহসান শাহ, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সিকদার, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানূর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা কর্মকর্তা তাহমিনা আক্তার আক্তার প্রমুখ বিকেলে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে ১টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।

আওয়ামীলীগ সরকার এলেই তৃনমূল পর্যায়ে উন্নয়ন হয়- ত্রানমন্ত্রী মায়া

দেখা হয়েছে: 434
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪