|

পলাশবাড়ীতে এ অসহায় পরিবারটিকে সহায়তা করবে কে?

প্রকাশিতঃ ৪:০৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল, পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে গৃধারীপুর গ্রামের বেলেরঘাট রোডে মৃত খোদা বকস সরকার ছেলে বৃদ্ধা আব্দুল হাই (৭০)। তাহার পিতার গৃধারীপুর মৌজার জে এল নং ৭০ খতিয়ান নং সি এস ১৪০,আর এস ১৮৪ খতিয়ান পুরাতন ১৬২ দাগে, ডিপি খতিয়ান ২৭৩,বর্তমান খতিয়ান ৩৫৬০ এর সাড়ে ৭ শতক জায়গার মালিক।

যাহার উত্তরে পাকা রাস্তা,পূর্ব দিকে আঃ হামিদের পাকাবাড়ী, পশ্চিমে রফিকুল ইসলামের আবাদি জমি ও দক্ষিণে হালিম সরকারের আবাদি জমি। এর উপরে বসবাসকারী আব্দুল হাই (৭০) এর স্ত্রী ও পুত্র নিয়ে তার বর্তমান সংসার।

দরিদ্র আব্দুল হাই (৭০) দীর্ঘ ২০ /২৫ বছর ধরে এ জমিতে ২ টি টিনের ভাঙ্গাচুরা ঘরে পরিবার পরিজন প্রতিবেশীদের সাথে বসবাস করছেন। সে বসতবাড়ী বিভিন্ন প্রজাতির গাছ, টিউবওয়েল, পায়খানা, হাস মুরগী পালনে ছোট ছোট দুটি মরগীর ঘর।

নিজেদের আছে ভাঙ্গা ঘর। তার এ দুংখ কষ্ঠের মাঝে গত বছরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে জমি আছে বাড়ী নেই কর্মসূচীতে আব্দুল হাই (৭০) তালিকা ভুক্ত হলে। এ ঘর নির্মাণের জন্য জায়গা প্রস্তুত করতে আগের পুরানো টিনের ঘর দুটি ভেঙ্গে ২ টিনের ছাপড়া ঘর নির্মাণ করে দিনাতিপাত করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এর ঘর নিমার্ণে উপজেলা প্রশাসনের পক্ষ হতে কার্যক্রম শুরু প্রস্তুতি কল্পে ছামসুল হক গং মালিকানা দাবী করে মিথ্যা অভিযোগের ফলে ঘর নির্মাণ বন্ধ হয়ে যায়। সে হতে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এ জমি দখলের চেষ্টা করছে এখনো চালিয়ে যাচ্ছে ছামছুল হক গং।

ছামছুল হক গং এর দখলের আক্রোশ শুরুর পর হতে দরিদ্র পরিবারটির জীপনযাপনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে । দরিদ্র এ পরিবারটি সব থাকলেও সে গুলো নেই এ ভাঙ্গা ঘর। খোলা আকাশের নিচে পড়ে থাকতে তাদের ব্যবহারকৃত আসবাপত্র নষ্ট হয়ে গেছে। বর্তমানে অতি কষ্টে জীবনযাপন করছে এ দরিদ্র বৃদ্ধা আব্দুল হাই (৭০) এর পরিবার।

দেখা হয়েছে: 478
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪