|

পরকীয়ার জেরে একসঙ্গে যুবক যুবতীর আত্মহত্যা

প্রকাশিতঃ ৮:৫৬ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

আত্মহত্যা

অপরাধ বার্তা ডেক্সঃ
যশোরের চৌগাছা উপজেলায় ‘পরকীয়ার’ জের ধরে কীটনাশক পানে এক যুবক ও তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।  শনিবার (২৭ জানুয়ারি) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন—উপজেলার বল্লভপুর গ্রামের মুন্তাজ আলীর মেয়ে আদরী খাতুন (১৫)। সে মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অপরজন মাকাপুর গ্রামের জৈন মৃধার ছেলে আল-আমিন (২৫)। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

জানা যায়, আদরী দরিদ্র পরিবারের মেয়ে। মেয়েটির বাবা ও নিহত আল-আমিন একসঙ্গে দিনমজুরের কাজ করতেন। ওই সূত্রেই আল-আমিন ও আদরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু উভয়ের পরিবার বিষয়টি মেনে নেবে না, এই ভয়ে গত শুক্রবার সন্ধ্যায় স্কুলের পাশেই একটি গাবগাছের নিচে বসে দুজন একসঙ্গে কীটনাশক পান করে। স্থানীয়রা বিষয়টি দেখে তাদের উদ্ধার করে পুড়াপাড়া বাজারের গ্রাম্য চিকিৎসক চাঁন মিয়ার কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের চৌগাছা উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে আল্-আমিনের মৃত্যু হয়। এর পর গভীর রাতে আদরীর মৃত্যু হয়।

আদুরীর ভাই সেকেন্দার আলী জানান, বোনের প্রেমের বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার তাকে বকাঝকা করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় বল্লভপুর স্কুলের মাঠে গিয়ে আদুরি ও আল-আমিন বিষপান করে।

স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইফুল ইসলাম দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুজনের ময়নাতদন্ত শেষে, নিজ গ্রামে দাফন করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দেখা হয়েছে: 499
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪